পঞ্চগড়ে টিসিবির পণ্য পাবে ৬৯ হাজার ৭৫ পরিবার
সরকারের ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমের আওতায় পঞ্চগড়ে ৬৯ হাজার ৭৫ পরিবারকে কম মূল্যে পণ্য বিতরণ করা হবে। জেলা প্রশাসনের সহযোগিতায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এসব পণ্য সরবরাহ করবে। পঞ্চগড় জেলার পাঁচ উপজেলা ও ৩টি পৌরসভায় নির্ধারিত ১৬ জন ডিলারের মাধ্যমে প্রথম দফায় ৩টি পণ্য (মসুর ডাল, সয়াবিন তেল ও চিনি) বিক্রি করা হবে।
শনিবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টিসিবির পণ্য বিতরণ বিষয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে প্রেস ব্রিফিংকালে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম এসব তথ্য দিয়েছেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপঙ্কর রায়, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জয়শ্রী রানী রায়, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলমসহ জেলা পর্যায়ে কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানান, আজ রোববার সকালে পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন উপস্থিত থেকে টিসিবির পণ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।

পঞ্চগড় প্রতিনিধি