বগুড়ায় ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু
সরকারের ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমের আওতায় রমজান মাস উপলক্ষে বগুড়ায় ১ লাখ ৬৩ হাজার ১৯৮ পরিবারকে কম মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে জেলা প্রশাসন। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নির্ধারিত ৯৬ জন ডিলারের মাধ্যমে মসুর ডাল, সয়াবিন তেল ও চিনি বিক্রি করা হবে।
আজ রোববার সকাল ১০ টার দিকে সদর উপজেলার ফাপোড় ইউনিয়নে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক। এসময় সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক উপস্থিত ছিলেন। আজ প্রথম দিন জেলার ১২টি উপজেলার ৩৩টি পয়েন্টে ১৮ হাজার ৫৬৬ টি পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রি করা হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ ট্রাক থেকে একজন কার্ডধারী ৫৫ টাকা কেজি দরে দুই কেজি চিনি, ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল ও ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন।

ষ্টাফ রিপোর্টার