গাবতলী সদর ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
গাবতলী সদর ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে উপজেলার দাড়াইল বাজারে স্থানীয় একটি স্কুলের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের আহবায়ক মো. হায়দার আলী। ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক রফিকুল ইসলাম টুলুর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলার সভাপতি আলমগীর বাদশা।
বিশেষ অতিথি ছিলেন জেলার সাধারন সম্পাদক মুঞ্জুরুল হক মঞ্জু, সহ-সভাপতি অধ্যাপক শ্যামল পাইকার, ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন, সদস্য বজলার রহমান বকুল। প্রধান বক্তা ছিলেন উপজেলার যুগ্ন আহবায়ক ফোরকান আলী, হযরত আলী। সম্মেলন শেষে কামরুল হাসান টুলুকে সভাপতি ও জাহাঙ্গীর আলম কে সাধারন সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট গাবতলী সদর ইউনিয়ন কৃষকলীগের কমিটি অনুমোদন করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি