জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতি’র সভাপতি রেজাউল, সম্পাদক বাবু
জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতি’র ত্রি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সকল প্রার্থীগণ নির্বাচিত হয়েছে।
আজ জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের নির্বাচনী তফশীল মোতাবেক ভোট গ্রহণ, গনণা ও অনুষ্ঠানিক ফলাফল ঘোষণার দিন ধার্য ছিল। উক্ত তারিখে সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়। পুনরায় জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হয়েছেন রেজাউল বারী ঈসা ও সাধারণ সম্পাদক মো: এ্যাডোনিস বাবু তালুকদার সহ ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিকে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বগুড়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. মকবুল হোসেন মুকুল, নির্বাচন পরিষদ সদস্য জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন, শরিফুর রশিদ দীপু, মঞ্জুরুল হক মঞ্জু।

প্রেস বিজ্ঞপ্তি