শিবগঞ্জে মুক্তিযোদ্ধা সমাবেশে স্মৃতিচারণ আলোচনা সভা অনুষ্ঠিত
বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উপজেলা পরিষদ সভাকক্ষে মুক্তিযোদ্ধাদের সঙ্গে স্মৃতিচারণ ও আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারন সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ফকির, বগুড়া জেলা কমান্ডার রুহুল আমিন বাবলু, সহকারী কমান্ডার মোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, আব্দুর রাজ্জাক বেলাল, ইকবাল হোসেন, সোলায়মান হোসেন, সন্তোষ কুমার দীলিপ, মোখলেছার রহমান সহ জেলা ও উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মুক্তিদের অংশগ্রহণে ট্রাক শোভা যাত্রা সহকারে মুক্তিযোদ্ধাগণ বর্ণাঢ্য সাজে সজ্জিত হয়ে শিবগঞ্জ থেকে সোনাতলা পর্যন্ত আনন্দ র্যালী করেন।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি ঃ