শিবগঞ্জে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন
বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। রবিবার শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় শ্রেনী কক্ষেউক্ত কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।
কৃমি নিয়ন্ত্রণ ও কৃমি উপ-সর্গ মানব দেহে ক্ষতিকারক দিক তুলে ধরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ দিক নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তারক নাথ কুন্ডু। বক্তারা বলেন, উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানেসকল শিক্ষার্থী সহ ৫-১৬ বছরের সকল শিশু কিশোরদের এই কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হবে। ২০ মার্চ রবিবার থেকে সপ্তাহ ব্যাপী এই কার্যক্রম পরিচালনা করা হবে।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি ঃ