নীলফামারীর কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রয় শুরু
ফ্যামিলি কার্ডে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য পেয়ে সাধারণ মানুষ খুশি। উপকারভোগীরা বিশেষ কার্ডের পণ্য পেয়ে চোখে মুখে হাসির ঝিলিক ফুটেছে। এরকম দৃশ্য দেখা গেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়ন পরিষদে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য নিতে আসা ফ্যামিলি কার্ডেধারীদের মাঝে। আজ (রবিবার) এ উপজেলার মাগুড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়- উপজেলার ১৬ হাজার ৯ শ’ ৫৪ টি পরিবার বিশেষ এ কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে টিসিবি পণ্য কিনতে পারবে। উপজেলার বড়ভিটা ইউনিয়নের ১৬৪৮, পুটিমারী ইউনিয়নের ১৭৯৪, নিতাই ইউনিয়নের ১৮০৫, বাহাগিলী ইউনিয়নের ১৭৮৩, চাঁদখানা ইউনিয়নের ১৬৭৬, কিশোরগঞ্জ ইউনিয়নের ২২৭৫, রনচন্ডী ইউনিয়নের ১৬০৪, গাড়াগ্রাম ইউনিয়নের ১৯৬৩ ও মাগুড়া ইউনিয়নের ২৪০৮ টি পরিবার বিশেষ কার্ডে এ সেবা পাবেন। প্রথম ধাপের টিসিবির ন্যায্য মূল্যের পণ্য ফ্যামিলি কার্ডধারীদের মাঝে বিক্রয় কার্যক্রম আজ (রবিবার) শুরু হয়েছে। প্রথম ধাপে উপকারভোগী প্রতি পরিবার ২ লিটার সয়াবিন তেল (১১০ টাকা লিটার), দুই কেজি চিনি (৫৫ টাকা দরে), দুই কেজি মসুর ডাল (৬৫ টাকা দরে) নিতে পারবে। প্রথম ধাপের বিক্রয় চলবে ৩১ মার্চ পর্যন্ত। দ্বিতীয় ধাপের বিক্রয় ৩ এপ্রিল থেকে শুরু হবে। তবে দ্বিতীয় ধাপে এসব পণ্যের সাথে আরও দুই কেজি ছোলা (৫০ টাকা কেজি দরে) যুক্ত হবে।
মাহে রমজান মাসের আগে এ বিশেষ কার্ডের মাধ্যমে সয়াবিন তেল, মসুর ডাল, চিনি পেয়ে সাধারণ মানুষের মাঝে উৎসব শুরু হয়েছে। দ্বিতীয় ধাপ থেকে ছোলা যুক্ত আরও বাড়তি সুবিধা পাবে এ উপকারভোগীরা।
আজ রবিবার মাগুড়া ইউনিয়নে টিসিবির ন্যায্য মূল্যে পণ্য ফ্যামিলি কার্ডধারীদের মাঝে বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন মাগুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু, মেসার্স ডেফোডিল ট্রের্ডাসের প্রোপাইটার আবু আলম, ট্যাগ অফিসার, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি