শাজাহানপুরে ভূর্তকি মূল্যে টিসিবি’র পণ্য সরবরাহ উদ্বোধন
বগুড়ার শাজাহানপুরে ৬ হাজার ৫৫টি নিম্ন আয়ের পরিবারকে ভূর্তকি মূল্যে টিসিবি’র পণ্য সরবরাহ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
প্রথমদিনেই বাজারের চেয়ে কম মূল্যের ভালো মানের পণ্য নিতে সকালে থেকে আশেকপুর,মাঝিড়া ও খোট্রাপাড়া ইউনিয়নে টিসিবি’র পণ্য বিক্রয় কেন্দ্রে সুবিধাভোগীদের উপচে পড়া ভীড় দেখা যায়।
রবিবার সকাল ৯ টায় উপজেলা মাঝিড়া মডেল উচ্চ মাঠে এ কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ,মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা,উপজেলা সমবায় কর্মকর্তা কাজী ফাতেমা তুস যোহরা প্রমুখ।
কার্ডধারী প্রতিটি পরিবার দুইধাপে ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন, ৫৫ টাকা দরে ২ কেজি চিনি ও ৬৫ টাকা দরে ২ কেজি মসুর ডাল সংগ্রহ করতে পারবে।
জানাযায়,আজ সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত মাঝিড়া ইউনিয়নে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে,খোট্টাপাড়া ইউনিয়নের মোস্তাইল বাজার ও আশেকপুর ইউনিয়নের রানীরহাট বন্দর এলাকায় এই পণ্য বিক্রয় করা হবে।
এছাড়া সোমবার (২১ মার্চ) গোহাইল ইউনিয়নের জামাদারপুকুর, চোপীনগর ইউনিয়নের শাহনগর হাট, আড়িয়া ইউনিয়নের আড়িয়া বাজার ও খরণা ইউনিয়নের উমরদীঘি হাট এলাকায় এবং মঙ্গলবার (২২ মার্চ) আমরুল ইউনিয়নের ফুলকোট মোবার মার্কেট ও মাদলা ইউনিয়নের মালিপাড়া বাজার এলাকায় পণ্য সরবরাহ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ জানান,পবিত্র রমজান মাস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ উদ্যোগে সারাদেশে ১ কোটি নিম্ন আয়ের পরিবারকে ভূর্তকি মূল্যে টিসিবি’র পণ্য উপজেলার ৯টি ইউনিয়নের ৬ হাজার ৫৫টি পরিবার এই সুবিধা পাবেন।ইউনিয়ন ভিত্তিক নির্দিষ্ট স্থানে যথা সময়ে কার্ডধারী সুবিধাভোগীদেরকে স্বশরিরে উপস্থিত হয়ে পণ্য সংগ্রহ করতে পারবে।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি ঃ