পঞ্চগড়ে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রী
পঞ্চগড়ে ৬৯ হাজার ৭৫ পরিবার পাচ্ছে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য। টিসিবি ১৬ জন ডিলারের মাধ্যমে জেলায় চার প্রকার খাদ্যপণ্য নির্ধারিত কার্ডধারীদের কাছে বিক্রয় শুরু করেছে।
রোববার সকালে পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পৌর এলাকার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের এক হাজার ৩৪০ জনকে টিসিবির পণ্য সরবরাহ উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন এমপি।
এ সময় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, পৌর মেয়র জাকিয়া খাতুন, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি আব্দুল লতিফ তারিন, কেন্দ্রীয় যুবলীগ নেতা ব্যারিস্টার কৌশিক নাহিয়ান নাবিদ উপস্থিত ছিলেন।

পঞ্চগড় প্রতিনিধি