বগুড়া প্রেসক্লাবের মহান স্বাধীনতা দিবস স্মরণিকায় লেখা আহ্বান
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের উদ্যোগে একটি স্মরণিকা প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রকাশিতব্য স্মরণিকায় বগুড়া প্রেসক্লাবের সদস্যবৃন্দ ছাড়াও আগ্রহীদের লেখা (গল্প, কবিতা ও প্রবন্ধ) আহ্বান করা যাচ্ছে। আগামী ২৪ মার্চ (বৃহস্পতিবার) এর মধ্যে jmrouf@gmail.comএই ই-মেইলে লেখা পাঠানো জন্য অনুরোধ জানানো হলো। কোন লেখার ইমেজ বা স্ক্যান কপি গ্রহণযোগ্য হবে না।

প্রেস বিজ্ঞপ্তি