গাবতলীতে ভূয়া ইউএনও জরিনা আক্তার গ্রেফতার
বগুড়ার গাবতলীতে এক ভূয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিচয় দানকারী জরিনা আক্তার (২৮)কে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার (২১মার্চ/২২) তাকে নোটিশ করে ইউএনও অফিসে ডেকে এনে শুনানীন্তে সে দোষ স্বীকার করায় তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত ভূয়া ইউএনও জরিনা আক্তার উপজেলার নেপালতলী ইউনিয়নের তেরপাখী গ্রামের বিপুল মিয়ার স্ত্রী ও জহুরুল ইসলামের কন্যা।
ইউএনও অফিস ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, জরিনা আক্তার দীর্ঘ দিন হলে প্রতারনা করে ভূয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিচয় দিয়ে আসছে। প্রতারনা করে ভূয়া ইউএনও সেজে অনেক মানুষের নিকট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এর এক পর্যায়ে ওই তেরপাখী গ্রামের বিটুল দাস এর স্ত্রী বিনা দাস ছাড়াও আরো ৭জন ব্যক্তি গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রওনক জাহান এর নিকট এসে অভিযোগ করেন। এর প্রেক্ষিতে ২১মার্চ/২২ সোমবার গাবতলী ইউএনও অফিসে তাকে (ভূয়া ইউএনও জরিনা) আসার জন্য গত ৩মার্চ/২২ নোটিশ জারী করা হয়। প্রথমে জরিনা উপস্থিত না হলেও পরে মহিলা পুলিশ পাঠিয়ে দিয়ে আনা হয়। এ বিষয়ে শুনানীন্তে প্রতারক ও ভূয়া ইউএনও জরিনা আক্তার দোষ স্বীকার করে বলেছে, কখনো ইউএনও অফিসে চাকুরী দেয়ার কথা বলে প্রতারনা, আবার কাউকে সরকারী বাড়ি নিয়ে দেয়ার কথা বলে, কাউকে বিভিন্ন ভাতা কার্ড করে দেয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেয়। প্রাথমিকভাবে জানা গেছে ৮জনের নিকট থেকে ৪লাখ ৩৩হাজার টাকা প্রতারনা করে হাতিয়ে নিয়েছে ভূয়া ইউএনও জরিনা আক্তার। বর্তমানে সে থানা হাজতে রয়েছে। এ বিষয়ে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রওনক জাহান এর সাথে কথা বললে তিনি উপরোক্ত তথ্য নিশ্চিত করেছেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, এ সংক্রান্ত থানায় মামলা হয়েছে এবং মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারের হাজতে পাঠানো হবে।

নিজস্ব প্রতিবেদক