পার্বতীপুরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নেসকো'র সফল উদ্যোগ
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিঃ (নেসকো) এর আওতাধীন বিদ্যুৎ গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নেসকো'র উদ্যোগ সফল হয়েছে। শনিবার (১৯ মার্চ) থেকে পার্বতীপুরের বিদ্যুৎ সরবরাহ সরাসরি সংযুক্ত হয়েছে ন্যাশনাল গ্রিডের সাথে।
জানা গেছে,দিনাজপুরের পার্বতীপুর উপজেলার নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিঃ (নেসকো) এর আওতাধীন রেলওয়ে জংশন ও রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার (কেলোকা) সহ বিভিন্ন পর্যায়ের বিদ্যুৎ গ্রাহক রয়েছে ১৭ হাজার। এইসব বিদ্যুৎ গ্রাহকদের মাঝে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রতিদিন প্রয়োজন হয় প্রায় সাড়ে ৬ মেঃ বিদ্যুৎ এর। ২০১৯ ইং সাল থেকে এই বিদ্যুৎ সরবরাহ নেওয়া হতো পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে। কিন্তু বিভিন্ন জটিলতার কারণে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না হওয়ায় বিপাকে পড়েন স্হানীয় নেসকো কতৃপক্ষ। উদ্যোক নেন বিকল্প পথে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করনের। এ কাজে তাঁদের সরাসরি সহযোগিতা করেন পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা মোঃ আমজাদ হোসেন। তাঁর সক্রিয় সহযোগিতায় আবাসিক প্রকৌশলী মোকছেদুল ইসলাম ও উপ সহকারী প্রকৌশলী আকিবুল ইসলামের অক্লান্ত পরিশ্রমে অবশেষে তাঁদের উদ্যোগ সফল হয়। শনিবার (১৯ মার্চ) থেকে নীলফামারীর সৈয়দপুরের নিয়ামতপুরের নেসকো'র বিদ্যুৎ সরবরাহ উপকেন্দ্রের মাধ্যমে পার্বতীপুর বিদ্যুৎ সরবরাহ উপকেন্দ্র সংযোজিত হয়েছে ন্যাশনাল গ্রিডে। ফলে নিশ্চিত হয়েছে পার্বতীপুরে নেসকো'র নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। দীর্ঘদিনের বিদ্যুৎ ভোগান্তির হাত থেকে রক্ষা পেয়েছে পার্বতীপুরবাসী।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে পার্বতীপুরের গন মানুষের নেতা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা মোঃ আমজাদ হোসেন বলেন,দীর্ঘদিন ধরে নেসকো'র আওতাধীন পার্বতীপুরের বিদ্যুৎ গ্রাহকদের ভোগান্তির শিকার হতে হয়েছে। কিন্তু সরাসরি ন্যাশনাল গ্রিডের সাথে সংযোজিত হওয়ায় এই ভোগান্তি আর থাকবে না। পার্বতীপুরে এখন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হয়েছে। নেসকো'র পার্বতীপুরের আবাসিক প্রকৌশলী মকছেদুল ইসলাম ন্যাশনাল গ্রিডে বিদ্যুৎ সংযোজনের সত্যতা নিশ্চিত করে বলেন, পার্বতীপুরে যোগদানের পর থেকেই এ ব্যাপারে সচেষ্ট হই এবং সবার সহযোগিতায় এটি সফল হয়েছে। উপ সহকারী প্রকৌশলী আকিবুল ইসলাম এ সম্পর্কে অবহিত করেন এবং বলেন, আমাদের এই উদ্যোককে সফল করতে সক্রিয় ভাবে সহযোগিতা করেছেন জননেতা মোঃ আমজাদ হোসেন।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ