শিবগঞ্জে প্রেম করে বিয়ে মেনে নিল না অভিভাবক, অভিমানে প্রেমিক যুগলের আত্মহত্যা
বগুড়া শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের মাসিমপুর চালুঞ্জা গ্রামে ও একই ইউনিয়নের সৈয়দ দামগাড়া গ্রামে সোমবার রাতে দুই প্রেমিক যুগলের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
শিবগঞ্জ থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, আত্মহত্যাকারী প্রেমিক যুগল উপজেলার চালুঞ্জা তালুকদার পাড়া গ্রামের আব্দুর রাজ্জাক এর মেয়ে মার্জিয়া জান্নাত (১৮) ও দামগাড়া কারিগড় পাড়া গ্রামের আব্দুল জলিল এর ছেলে সবুজ (২০)। তারা দীর্ঘদিন প্রেম করে অভিভাবকদের না জানিয়ে বিয়ে করে। প্রেমিক সবুজ পেশায় গৃহ নির্মাণ শ্রমিক ও নি¤œবৃত্ত ঘরের এবং মেয়ে জান্নাত নি¤œ মধ্যবিত্ত শিক্ষিত মেয়ে হওয়ায় গরীব ঘরের ছেলেকে মেনে নেয়নি মেয়ের অভিভাবকরা। এক পর্যায়ে মেয়ের বাবা আব্দুর রাজ্জাক তাকে সংসার না করার কারন দেখিয়ে বাড়ীতে নিয়ে যায়। এক পর্যায়ে দুই প্রেমিক যুগলের মোবাইল ফোনে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা ও বাক বিতন্ড হয়। এক পর্যায়ে সোমবার রাতে অভিমান করে প্রেমিকা মার্জিয়া জান্নাতি তার নিজ বাড়ীতে বিষ পান করে আত্মহত্যা করে। এ খবর পেয়ে প্রেমিক সবুজও গলায় ফাঁস দিয়ে আত্ম হত্যা করে। |
এব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ দীপক কুমার দাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃত দেহ হেফাজতে নিয়ে সুরত হাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

শিবগঞ্জ বগুড়া প্রতিনিধিঃ