দরজা বন্ধ করে গৃহবধূকে নির্যাতন, হাসপাতালে ভতি
বগুড়ার আদমদীঘিতে ঘড়ের দরজা বন্ধ করে হত্যার উদ্যোশে দুই সন্তানের জননী নাছিমা বিবি নামের এক গৃহবধুর উপর পাশবিক নির্যাতন চালিযায় স্বামী আক্কাছ আলী। স্থানীয়রা গৃহবধু নাছিমা বিবিকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভতি হয়েছে। নির্যাতিত গৃহবধুর বাবা বাদী হয়ে আদমদীঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
জানাযায়, বগুড়ার দুপচাচিয়ার বেলাহালী গ্রামের ওয়াহেদ প্র্মানিকের মেয়ের সাথে আদমদীঘির বিনসাড়া গ্রামের মেহের আলীর ছেলে আক্কাছ মন্ডলের সাথে ২৫/৩০ বছর পূর্বে মুসলিম শরীয়ত মোতাবেক বিয়ে হয়ে। তাদের দাম্পত্য জীবনে দুটি সন্তান জন্ম গ্রহন করেন। স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে কলহ বিবাদ লেগে থাকে।
গত ২১ মার্চ সোমবার সন্ধায় আক্কাছ আলী ঘড়ের দরজা বন্ধ করে স্ত্রী নাছিমা বিবিকে অমানশিক নিযাতন চালিয়ে আহত করেন। প্রতিবেশীরা নির্যাতিত গৃহবধুকে উদ্ধার করে উপজেলা হাসপাতলে ভতি করায়।
নির্যাতিত গৃহবধু নাছিমা বিবি বলেন, তার স্বামী ৪/৫ বছর পূবে দ্বিতীয় বিয়ে করে। দ্বিতীয় বিয়ের পর থেকে শুরু হয় অমানশিক ও শারিরক ভাবে নির্যাতন । সোমবার সন্ধায় বিনা কারনে ঘড়ের দরজা বন্ধ করে হত্যার উদ্যোশে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মাররিপিট গুরুত্বের জখম করে।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন বলেন, গৃহবধুকে নির্যাতনের ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আদমদীঘি বগুড়া সংবাদদাতা