কদমতলি ঐকতান সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠা বার্ষিকী
বগুড়ার গাবতলী উপজেলার কদমতলি ঐকতান সাংস্কৃতিক সংসদ এর ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংবর্ধনা প্রধান করা হয়েছে।
মঙ্গলবার রাতে গাবতলীর কদমতলি বাজারে অনুষ্ঠিত অনুষ্ঠানের উদ্বোধন করেন গাবতলী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রওনক জাহান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, সহ সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, গাবতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাবতলীর নেপালতলী ইউনিয়নের চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা শহিদুল ইসলাম বাবু।
বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের দপ্তর সম্পাদক এইচ আলিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন কদমতলি ঐকতান সাংস্কৃতিক সংসদ এর সভাপতি আব্দুর রউফ প্রিন্স ও স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তপন কুমার রায়। আলোচনা শেষে অনুষ্ঠানের উদ্বোধক গাবতলী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রওনক জাহান কদমতলি ঐকতান সাংস্কৃতিক সংসদ এর নবনির্মিত সংগঠনের কার্যালয়ের উদ্বোধন করেন। অনুষ্ঠানে শর্টফিল্ম দ্যা রান চলচ্চিত্রের জন্য সেরা পরিচালকের সম্মাননা প্রদান করা হয় সুপিন বর্মনকে সেরা অভিনেতার জন্য শাহাদৎ হোসেন এবং সঙ্গিতে বিশেষ অবদানের জন্য তপন কুমার রায়কে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সঙ্গিত পরিবেশন করেন স্বপ্না, স্বর্ণা, আশুতোষ, বিমল, বিথী, আব্দুর রউফ প্রিন্স, আব্দুল বারি, তপন কুমার রায় প্রমুখ।

ষ্টাফ রিপোর্টার