ফিস্টুলা রোগী নির্মূলে বগুড়ায় নেটওর্য়াকিং মিটিং
প্রসবজনিত ফিস্টুলা রোগী নির্মূল করার লক্ষ্যে সিএফএ/ হেলথ কেয়ার প্রোডাইডারদের সাথে নেটওর্য়াকিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে ল্যাম্ব হাসপাতাল কর্তৃক আয়োজিত ইউ এন এফ পি এ বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে মিটিং অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শফিউল আজম। সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ সামির হোসেন মিশু। বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ ইসরাত জাহান, র্কার্যালয়ের প্রধান সহকারি শামীমা আকতার, ল্যাম্ব হাসপাতালের প্রতিনিধি আমিনা খাতুন ও মঞ্জুয়ারা বেগম।
মিটিং এ বলা হয়, বাংলাদেশে প্রায় ৫০ হাজারের কাছাকাছি হোম ডেলিভারি হচ্ছে। দুইটি কারণে ফিস্টুলা রোগী হচ্ছে। হোম ডেলিভারী (বিলম্বিত বা বাধাগ্রস্থ প্রসবের কারণে) এবং তলপেটের অপারেশনের ফলে। বাংলাদেশ সরকারের গৃহিত পদক্ষেপ ২০৩০ সালের মধ্যে ফিস্টুলা রোগী সনাক্ত করে চিকিৎসার আওতায় আনতে হবে। বতর্মানে আমাদের দেশে প্রায় ২০ হাজার ফিস্টুলা রোগী আছে। বাংলাদেশে চারটি বিভাগে ফিস্টুলা রোগীর চিকিৎসা হচ্ছে। রংপুর ও রাজশাহী বিভাগে ল্যাম্ব হাসপাতাল এ কাজটি করছে। ২০২০ সালে ৩২৪ জন ফিস্টুলা আক্রান্ত মায়ের সার্জারী হয়েছে। তাদের মধ্যে ৬৩% প্রসব জনিত ফিস্টুলা এবং ২৭ % অপারেশন জনিত ফিস্টুল। সুস্থ্যতার হার ৯২%। ফ্রি প্রজেক্টের মাধ্যমে ল্যাম্ব হাসপাতাল ফিস্টুলা রোগী চিহ্নিতকরণ, চিকিৎসা ব্যবস্থা এবং পূর্নবাসন এবং মানুষের মাঝে সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। একজন নারী খুব সহজেই ফিস্টুলা হয়েছে কিনা তা বুঝতে পারবে। ফিস্টুলা হলে রোগীর সব সময় প্রস্রাব বা পায়খানা অথবা উভয়েই ঝরতে থাকবে। সবসময় কাপড় ভেজা থাকবে। ফিস্টুলা হলে দিনাজপুরের পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালে ফ্রি চিকিৎসা ও পুনর্বাসন করা হয়ে থাকে। রোগীদের সেবার জন্য ০১৭১৪০৬৫৫১৪ একটি হট লাইন খোলা হয়েছে।

ষ্টাফ রিপোর্টার