পঞ্চগড় মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
পঞ্চগড় জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-রাজ-২৬৪) ত্রি-বার্ষিক নির্বাচনে সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ (হারিকেন) সভাপতি নির্বাচিত হয়েছেন। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আকবর আলী। গত মঙ্গলবার নির্বাচন শেষে রাতে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট নির্বাচনে বিজয়ীদের নাম ঘোষনা করেন। নির্বাচনে ১৫টি পদের মধ্যে ৭টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদকসহ ৮টি পদে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিবাচিত হন।
নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে খয়রুল ইসলাম (জোড়া ডাব), সহ-সভাপতি পদে নুরুজ্জামান (জগ), সড়ক সম্পাদক পদে সারোয়ার হোসেন (থ্রি-হুইলার), কোষাধ্যক্ষ পদে আব্দুস সাত্তার দুলাল (তালাচাবি), দপ্তর সম্পাদক পদে রাজু (মোমবাতি) এবং কার্যকরী সম্পাদক পদে আইনুল হক (আঙ্গুর), আব্দুল জলিল (বেলচা) ও সুপিয়ার রহমান (হরিণ) নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে আমজাদ হোসেন, সহ সাধারণ পদে জাহাঙ্গীর আলম, সাংগঠনিক পদে মনিরুজ্জামান মুকুল, সহ-সড়ক সম্পাদক তাজিমুল ইসলাম, প্রচার সম্পাদক পদে জহিরুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক পদে আব্দুল লতিফ ও সাংস্কৃতিক সম্পাদক পদে রবিউল ইসলাম। নির্বাচনে ৮ হাজার ১৫৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র মো. তৌহিদুল ইসলাম।

পঞ্চগড় প্রতিনিধি