আকবরিয়া লিমিটেড এর পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত
আকবরিয়া লিমিটেড এর পরিবেশক সম্মেলন গতকাল বুধবার বগুড়া পর্যটন মোটেলে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন আকবরিয়া লিমিটেড এর চেয়ারম্যান হাসান আলী আলাল। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ডিলাররা ব্যবসার শক্তি ও প্রাণ। তারা শুধু ব্যবসা করে না। দেশ ও দশের কল্যাণে কাজ করে। তারা পণ্য বিতরণকারী এবং ভোক্তার মধ্যে মধ্যস্থতাকারী। তারা নির্দিষ্ট অঞ্চলে সেই পণ্যগুলোর অনুমোদিত বিক্রেতা। ব্যবসায়ীদের মূল পুঁজি হলো ওয়াদা এবং সততাই হচ্ছে মূল সম্পদ। আমাদের এ সব সম্পদকে কাজে লাগিয়ে আকবরিয়া লিমিটেডকে এগিয়ে নিতে হবে। প্রতিষ্ঠানের সাথে থেকে গঠনমূলক আলোচনা ও সমালোচনা করে আর্থিকভাবে লাভবান হতে হবে। শতাব্দীর স্বাক্ষর এ প্রতিষ্ঠানকে আরো অনেক শতাব্দী পর্যন্ত সুনামের সাথে নিয়ে যেতে হবে। সেখানে সবচেয়ে বড় ভুমিকা রাখবেন পরিবেশকগণ।
তিনি আরো বলেন, ভোক্তাদের সন্তুষ্টির জন্য গুণগত মানের পণ্য সরবরাহ করা প্রতিষ্ঠানের নৈতিক দায়িত্ব এটি মনে প্রাণে বিশ্বাস করি। এরই অংশ হিসেবে আকবরিয়া লিমিটেড শত বছর ধরে নিরাপদ ও নির্ভেজাল খাদ্যপণ্য উৎপাদন ও বিপণন করে আসছে। খাদ্যপণ্যের গুণগত মানের ক্ষেত্রে আগত পরিবেশকগণ নানা ধরনের সুপারিশসমূহ প্রদান করেছেন যা আগামীতে প্রতিষ্ঠানের জন্য আশির্বাদ ও উত্তরোত্তর ব্যবসায়িক সমৃদ্ধি নিয়ে আসবে। প্রতিষ্ঠানের আরো সমৃদ্ধির জন্য নতুন নতুন উদ্যোক্তা ও সম্ভাবনাময় পরিবেশকদের অর্ন্তভুক্তিতে গুরুত্ব আরোপ করেন।
ব্যবস্থাপনা পরিচালক হোসেন আলী দুলাল বলেন, কোভিড-১৯ তথা এই বৈশ্বিক মহামারীর কঠিন বাস্তবতা সত্ত্বেও আপনারা সবাই নিজেদের শ্রম-মেধা ও ঐকান্তিক প্রচেষ্টা দ্বারা এ প্রতিষ্ঠানের ব্যবসায়িক ধারাবাহিকতা চলমান রেখেছেন এ জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করছি।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন আকবরিয়া লিমিটেড এর ডিএমডি রাজিব আহসান সিজার, সিটিও এনালিস্ট আন্দালিবুর রহমান, সিএমও ইকবাল নূর শুভ, সিএফও সেলিম তালুকদার, হেড অব সেল্্স রমজান হোসেন, ডিজিএম আলমগীর হোসেন, জিল্লুর রহমানসহ প্রমুখ। অনুষ্ঠান শেষে সেরা পরিবেশকদের হাতে পুরস্কার দেয়া হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রেস বিজ্ঞপ্তি