শাজাহানপুরে মুক্তির উৎসব মেলায় বাউল গানে দর্শক মাতালেন সুকুমার
বগুড়ার শাজাহানপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় ৬ষ্ঠ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে সংস্কৃতিমনা হাজারো দর্শককে মাতিয়ে রাখলেন সুনামধন্য বাউল সম্রাট সুকুমার।
তুমি নাই আমি নাই ----, আপন ঘরে খবর লে না---, কত দিন কত রাত বিরহ বেদনা দিয়ে কাদাবে---, আপন মানুষ চেনা বড় দায়----, মিলন হবে কত দিনে---, ভুলবোনা গো আর কোন দিন--- এমন অনেক দর্শকপ্রিয় গান গেয়ে ঘন্টা ব্যাপী দর্শক আনন্দ দেন এই জনপ্রিয় বাউল সম্রাট।
এছাড়াও একই মঞ্চে বিশ্বখ্যাত ব্যান্ড তারকা জেমস ডুপ্লিকেট বগুড়ার সংগিত জগতের আইকন শেরপুর উপজেলার কৃতিসন্তান মমিত হাসান জনপ্রিয় ব্যান্ড সংগিত গেয়ে শত শত দর্শকশ্রোতাকে মাতিয়ে রাখেন।
মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে প্রায় আড়াই ঘন্টা যাবদ উপজেলা পরিষদ চত্বরে এই সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। আর এই ষষ্ঠ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন খোট্রাপাড়া ও মাদলা ইউনিয়ন পরিষদ।
অনুষ্ঠান চলাকালিন সময় ধরে বসে থেকে গুণী শিল্পীদের গান উপভোগ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু,উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ,ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ,
উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাবু দিলীপ কুমার চৌধুরী,থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন,খোট্রাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক,মাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান,মুক্তিযোদ্ধা সংসদের শাজাহানপুর উপজেলা শাখার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গৌর পোপাল গোস্বামী সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক সহ হাজার হাজার নারী পুরুষ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথমদিন থেকেই প্রতিদিন সন্ধ্যার পর দেশাত্ববোধক, বাউল সঙ্গিত, আধুনিক বাংলা গান, ব্যান্ড সঙ্গিত, নৃত্য সহ মনোজ্ঞ সঙ্গিত পরিবেশন চলছে।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ