পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ধানের পাশাপাশি ভুট্টার আবাদ হচ্ছে। ধান প্রধান এই উপজেলায় এবারে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে কৃষক ও কৃষি বিভাগের কর্মকর্তারা আশা করছেন। তাঁরা বলছেন আবহাওয়া অনুকূলে থাকলে এবারে এই উপজেলায় ভুট্টার বাম্পার ফলন হবে।
পার্বতীপুর উপজেলায় প্রধান আবাদি ফসল হচ্ছে ধান। ধানের পাশাপাশি ভুট্টার চাহিদা থাকায় কৃষকেরা ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। ভুট্টা চাষে তাঁরা লাভবান হওয়ায় প্রতি বছরই কৃষকেরা ভুট্টা চাষ করছেন। এবারেও তাঁরা পিছিয়ে নেই। পার্বতীপুর উপজেলায় এবারে ৫ হাজার ৪ শ' ৬০ হেক্টর জমিতে ভুট্টার চাষ করা হয়েছে। কৃষি বিভাগ থেকে আবাদের লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছিল ৫ হাজার ৪ শ' ১০ হেক্টর জমিতে। কিন্তু আবাদ হয়েছে তার চেয়ে বেশি জমিতে। আবাদও হয়েছে বেশ ভালো। সবকিছু ঠিক-ঠাক থাকলে এবারে ফলনও হবে ভালো। লাভবান হবেন কৃষকেরা। পার্বতীপুর উপজেলার বিভিন্ন স্হানে ভুট্টার আবাদ হলেও মন্মথপুর,পলাশবাড়ী, চন্ডিপুর,মোমিনপুর ও হরিরামপুর ইউনিয়নে বেশি ভুট্টার আবাদ হয়ে থাকে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে কৃষি অধিদপ্তরের পার্বতীপুর উপজেলার কৃষি অফিসার রাকিবুজ্জামান খান বলেন, প্রতিবারের মতো এবারেও পার্বতীপুরে ভুট্টার আবাদ হয়েছে। আবাদও ভালো হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে অথাৎ ঝড়-বৃষ্টি না হলে এবারে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ