শাজাহানপুরে স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ শীর্ষক আলোচনা সভা
বগুড়ার শাজাহানপুরে স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ: বঙ্গবন্ধু হতে প্রধানামন্ত্রী শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ মার্চ) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজন উপজেলা হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ,মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা,থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল মামুন,মুক্তিযোদ্ধা সংসদের শাজাহানপুর উপজেলা শাখার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গৌর পোপাল গোস্বামী,সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হয়রত আলী,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোতারব হোসেন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,মুক্তিযোদ্ধা, বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত পরিষদ চত্বরে সাতদিন ব্যাপি 'মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা'র সেরা স্টলের পুরস্কার বিতরণ করা।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি ঃ