পঞ্চগড়ে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত
‘বিনিয়োগ করি যক্ষ্মা নির্মূলে, জীবন বাঁচাই সবাই মিলে. প্রতিপাদ্যে পঞ্চগড়ে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ, দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিএলএমআইবি ও বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি-নাটাব যৌথভাবে দিবসটি পালন করে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সিভিল সার্জন ডা. মো. রফিকুল হাসানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বেসরকারী সংস্থার নেতৃবৃন্দ এবং নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে শেষ হয়। সেখানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. রফিকুল হাসান। সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য শিক্ষা অফিসার জিয়া উদ্দীনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সদর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আফরোজা বেগম রীনা, টিএলএমআইবি’র জেলা সার্ভিলেন্স মেডিকেল অফিসার কে এম রুখসাদ আসিফ জামান, জেলা যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মকর্তা পাউলুস হাসদা, প্রোগ্রাম অর্গানাইজার নাহিদ মাহবুব, সাংবাদিক ও জেলা নাটাবের সাধারণ সম্পাদক সামসউদ্দীন চৌধুরী কালাম প্রমূখ।

পঞ্চগড় প্রতিনিধি