২৫ মার্চ পৃথিবীর ইতিহাসের জঘন্যতম হত্যাকান্ডের আন্তর্জাতিক স্বীকৃতি চাই
পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত ১৯৭১-এর ২৫ মার্চ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চাই শীর্ষক আলোচনা সভায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও অনুষ্ঠানের সভাপতি জনাব শাহাদৎ আলম ঝুনু তার বক্তব্যে বলেন, "১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রিতে পাকিস্তানী হানাদার বাহিনীর প্রণয়নকৃত নীলনকশা বাস্তবায়নের অংশ হিসেবে ঘুমন্ত নিরস্ত্র বাঙালির ওপর যে নৃশংস হত্যাকাÐ চালিয়েছিল, তা পৃথিবীর ইতিহাসে বিরল। বাঙালিকে পরাস্ত করতে পাকিস্তানীদের বর্বরোচিত এই হত্যাকাণ্ডের পঞ্চাশ বছর অতিক্রম হয়েছে অথচ এই দিনটির কোনো আন্তর্জাতিক স্বীকৃতি নেই। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ২৫ মার্চকে আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবস হিসেবে পালনের জোড়ালো দাবি জানাচ্ছি।”
১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে সংঘটিত পাকিস্তানী হানাদার বাহিনীর নিষ্ঠুরতম হত্যাকাণ্ডের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মিলনায়তনে ১৯৭১-এর ২৫ মার্চ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চাই শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন সহকারি প্রধান শিক্ষক ইয়াছমিন সুলতানা, শহীদুল ইসলাম, মাহমুদুল হাসান মামুন, ফেরদৌস আলম, আনজয়ারা খাতুন, উৎপল বিশ্বাস প্রমুখ। পরিশেষে ২৫ মার্চের বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন খ ম মাহমুদুল হাসান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক মো. আল আমিন।

প্রেস বিজ্ঞপ্তি