জাতীয় শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনিত মো. শামছুল আজম
ভূমি রেকর্ড ও জরীপ অধিদপ্তরের অধীন সারা দেশের জরীপ বিভাগের কর্মকর্তাগণের মধ্যে দিনাজপুরে জোনের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপ-সচিব) মো. শামছুল আজম ২০২০-২০২১ সালের জন্য জাতীয় শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনিত হয়েছেন। এই মনোনয়নের জন্য পঞ্চগড় জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
এর আগে তিনি আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার ও পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। গত ২০ মার্চ ভূমি রেকর্ড ও জরীপ অধিদপ্তরের (সংস্থাপন-১) মহাপরিচালক মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করেছেন। দিনাজপুর জোনে যোগদানের পর জরীপ বিভাগ ১৫ লাখ ৩০ হাজারের বেশি খতিয়ান অত্যন্ত কম খরচে অনলাইনে এট্রি করেছেন। দ্রুততম সময়ে বিনিময়কৃত ছিটমহলের জরীপ কাজ শেষ করেছেন তিনি। দিনাজপুর জরীপ বিভাগে তার নিরলস তদারকি ও সকলের সমন্বিত প্রচেষ্টার স্বীকৃতি স্বরুপ কর্মকর্তা হিসেবে তিনি এই পুরস্কার অর্জন করেছেন। এজন্য তাঁকে ও তাঁর টিমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। জেলা সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট কমিটির সদস্য পঞ্চগড়ের প্রবীণ গণমাধ্যমকর্মী শহীদুল ইসলাম শহীদ দিনাজপুর জোনের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মো. শামছুল আজমসহ সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
দিনাজপুর জোনের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মো. শামছুল আজম বলেন, এই অর্জন আমার একার না। এটা গোটা জোনের। তবে এটা অর্জনের ফলে জোনের কর্মকর্তা-কর্মচারীরা আরো উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করবে। কাজের এ ধারা অব্যাহত থাকবে আশা করছি।

পঞ্চগড় প্রতিনিধি