বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের স্বাধীনতা দিবসে দুই দিনের কর্মসূচি
বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ২৬ মার্চ পালনে দুইদিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচি মতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে সন্ধ্যায় শহীদ খোকন পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণ করে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ২৬ মার্চ সকাল ৮টায় শহীদদের স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা ও বিকালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসকল কর্মসূচিতে জোটভুক্ত সকল সংগঠনের প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি