শিবগঞ্জে জাতীয় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত
“বিনিয়োগ করি, যক্ষ্মা নির্মূলে, জীবন বাঁচাই সবাই মিলে” এই প্রতিপাদ্য কে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে জাতীয় যক্ষ্মাদিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার র্যালী শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তারক নাথ কুন্ডু’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার (আর.এম.ও) ডা. এইচএম শামীম, সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসারবৃন্দ ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফজলুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাই প্রধান সহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রমুখ।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ