সাপাহারে ‘‘জলবায়ূ ন্যায্যতায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’’
নওগাঁর সাপাহারে ‘‘জলবায়ূ ন্যায্যতায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় জিরো পয়েন্টে বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও) এবং একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় প্রাকৃতিক পরিবেশ বিপর্যয়ের জন্য দায়ী ও উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি কার্যকর করা ও তাদের অর্থায়নের মাধ্যমে ক্ষতিগ্রস্থ্ দেশগুলোর কার্যক্রম বাস্তবায়ন এবং আর্থসামাজিক উন্নয়ন নিশ্চতকরনই ক্যাম্পেইনটির মূল উদ্দেশ্য।
আশা করা যাচ্ছে চলতি বছরে মিশরে অনুষ্ঠিতব্য বিশ^ জলবায়ূ সম্মেলনে (ঈঙচ-২৭) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী’র মাধ্যমে তা বিশ^ নেতাদের কাছে পৌছে যাবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরাম সভাপতি নুরল হক মাষ্টার,সুদেশ চন্দ্র প্রোগ্রাম অফিসার বিডিও, দেলোয়ার হোসেন সিনিয়র স্পন্সরসীপ অফিসার বি.এস.ডিও, লরেন্স বারোয়া স্পন্সরসীপ অফিসার বি.এস.ডিও, এছাড়াও তিলনা গোয়ালা ও পাতাড়ী ইউনিয়নের ইয়ুথ গ্রুপের প্রতিনিধি বৃন্দ।

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: