পোরশায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নওগাঁর পোরশা উপজেলার মশিদপুর দ্বিমূখী মাধ্যমিক উচ্চবিদ্যালয়ে ২দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে
বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লা, এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তাজামুল হক শাহ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ছাওড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন , তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুল হক শাহ্, মুক্তিযোদ্ধা তাইজুল ইসলাম , অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক বুলবুল আহমেদ।

পোরশা(নওগাঁ)প্রতিনিধি :