শিবগঞ্জে গৃহ নির্মাণ প্রকল্প পরিদর্শন করলেন উপ-সচিব
বগুড়ার শিবগঞ্জে ভূমিহীন ও গৃহহীন পরিবারের গৃহ নির্মাণ প্রকল্প পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের উপ-সচিব মুনীরা সুলতানা।
বৃহস্পতিবার উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া গ্রামে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ন-০২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে প্রথম ধাপে নির্মিত গৃহ নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের উপ-সচিব মুনীরা সুলতানা ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, ইউনিয়ন চেয়ারম্যান এসকেন্দার আলী প্রমুখ।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি