পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে গণহত্যা দিবস পালিত
পঞ্চগড়ে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে জেলা পরিষদ চত্বরে বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজহারুল হক প্রধান, জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলীসহ মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন চিত্রাঙ্কন, আবৃতি, রচনা প্রতিযোগিতা, সন্ধায় বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জলন, মুক্তমঞ্চে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

পঞ্চগড় প্রতিনিধি