পায়ে হেঁটে টেকনাফ থেকে তেতুঁলিয়ায় মুরাদ জুবায়ের
‘যুদ্ধ নয় শান্তি চাই‘, ‘গাছ কেটে নয় গাছ লাগান পরিবেশ বাঁচান’ এ ধরনের ২০টির বেশি প্রতিপাদ্যে টেকনাফ থেকে পায়ে হেঁটে দেশের সর্ব উত্তরের উপজেলা তেতুঁলিয়া তরুণ উদ্যোক্তা মুরাদ জুবায়ের (৩৫)। গত ৭ই মার্চ টেকনাফ থেকে পায়ে হেঁটে এই যাত্রা শুরু হয় তিনি। ১৯ তম দিনে শুক্রবার দুপুরে পঞ্চগড়ে পৌঁছেছেন। আজ শনিবার তিনি দেশের সর্ব উত্তরের উপজেলা তেতুঁলিয়া পৌঁছাবেন। বাংলাবান্ধা জিরো পয়েন্টে গিয়ে তাঁর পদযাত্রা শেষ হবে।
তরুণ এই উদ্যোক্তার জন্ম ১৯৮৭ সালের ১০ই জুলাই ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ এলাকায়। বর্তমানে তিনি গাজীপুর জেলার টঙ্গীতে থাকেন। সেখানে অক্সিজেন নামে তার একটি উদ্যোগমুখী ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেখানে চারু ও কারুকলা নিয়ে কাজ করেন তিনি। তরুণ উদ্যোক্তা মুরাদ জুবায়ের বলেন, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমি দেশের একপান্ত থেকে অপর পান্তে পায়ে হেঁটে চলেছি। আমরা যুদ্ধ নয় শান্তি চাই। সকলে এক অন্যর প্রতি সৌহার্দপূর্ণ আচরণ করি। বনভূমি উজাড় নয় বরং বনভূমি তৈরী করি। পরিবেশের ভারসম্য রক্ষা করি। আমরা প্রতিদিন অন্তত ১ ঘন্টা দেশের জন্য সময় ব্যায় করি। দেশকে ভালবাসি।
তরুণ এই উদ্যোক্তা আরো বলেন, আমি আমার এই পদযাত্রাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করছি। যার কারণে আমরা স্বাধীনতা পেয়েছি।

পঞ্চগড় প্রতিনিধি