শিবগঞ্জ ফাজিল ডিগ্রী মাদ্রাসা অধ্যক্ষের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
বগুড়ার শিবগঞ্জ সদর ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু রায়হান (৫১) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি .......রাজিউন।
দীর্ঘদিন তিনি হৃদরোগ, প্যালাইসিস সহ বিভিন্ন রোগে ভুগিতেছিলেন। বৃহস্পতিবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, একমাত্র পুত্র ও কন্যা সহ অসংখ্যা গুণগ্রাহী, আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শরিফুল ইসলাম জিন্নাহ, সাবেক এমপি মাওলানা শাহাদাতুজ্জামান, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আলমগীর হোসাইন, উপজেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম, ভাই চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা জাতীয পার্টি সভাপতি মোস্তাফিজুর রহমান বাদশা, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, শিবগঞ্জ ফাজিল ডিগ্রী মাদ্রাসার সভাপতি অধ্যাপক গোলে আরজু মান বানু, পৌর আওয়ামী লীগ সভাপতি ও মাদ্রাসার সহ-সভাপতি আলহাজ¦ আমিনুল হক দুদু, অধ্যক্ষ মাহবুবে রফিক, উপাধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন, অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান,অধ্যাপক আব্বাস আলী, প্রভাষক রেজাউল করিম, মিজানুর রহমান, সহকারি শিক্ষক তছলিম উদ্দিন, সাইফুল ইসলাম, অভিভাবক সদস্য জহুরুল ইসলাম, সাংবাদিক বজলুর রহমান, সোহেল আক্তার মিঠু, আব্দুর রউফ রুবেল প্রমুখ। শুক্রবার সকাল ১০ ঘটিকায় রায়নগর ইউনিয়ন সুদামপুর জামে মসজিদ প্রাঙ্গনে নামাজের জানাযা শেষে তার গ্রামের বাড়ী পার রায়নগর সুদামপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ