বগুড়ায় অনুষ্ঠিত হল ইয়ামাহা রাইডার্স ক্লাবের নর্থ জোনাল মিট
ইয়ামাহা রাইডার্স ক্লাবের আয়োজনে বগুড়ায় নর্থ জোনাল মিট শুক্রবার (২৫ মার্চ) শহরের নাজ গার্ডেনে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
ইয়ামাহা রাইডার্স ক্লাব নর্থ জোনাল মিটে উপস্থিত ছিলেন এসিআই'র ডিরেক্টর সেলস জাকির হোসেন, অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার হোসাইন মোহাম্মদ অপশন, অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার সাকিফ, ১৬ জেলার ওয়াইআরসি গ্রুপের এডমিন, মডারেটরগণ, মেম্বাররা, ডিলারবৃন্দ ও এসিআই এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শুক্রবার সকাল থেকে উত্তরবঙ্গের ১৬ জেলার ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা আসতে শুরু করে। ইভেন্টে রেজিষ্ট্রেশনের মধ্যে দিয়ে রাইডার্সরা একে অপরের সাথে মেলবন্ধনে মেতে উঠে। ইভেন্টে রাইডার্সরা বাইক স্ট্যান্ট সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়। ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের আকর্ষণীয় পুরষ্কার প্রদান করা হয়। সন্ধ্যায় নাজ গার্ডেনের অডিটোরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপভোগ করেন ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা। রাতে সকলে একসাথে ডিনারে অংশগ্রহণ করেন। এবারের নর্থ জোনাল মিটে পুরুষ রাইডারদের পাশাপাশি অর্ধ শতাধিক মহিলা বাইক রাইডার অংশ গ্রহন করে।

প্রেস বিজ্ঞপ্তি