পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
নওগাঁর পোরশায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস নানান কর্মসূচির মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সকালে খাদ্যমন্ত্রী ও স্থানীয় সাংসদ সাধন চন্দ্র মজুমদার এমপির পক্ষ থেকে ও পরে পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংগঠন, থানা পুলিশসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে সারাইগাছী বাজারে অবস্থিত বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জাকির হেসেন, পোরশা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লাহ, উপজেলা সহকারি রেজিষ্টার খালেদা বেগম, দলিল লেখক সমিতির সভাপতি সুলতান আহমেদ প্রমুখ।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :