মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভা
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শনিবার দুুপুরে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মিলনায়তনে আলোচনা সভায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও অনুষ্ঠানের সভাপতি শাহাদৎ আলম ঝুনু তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে স্বাধিকার থেকে এদেশের মানুষ স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিল। ১৯৭১ সালের ২৬ মার্চ শেখ মুজিবুর রহমান এদেশকে স্বাধীন ঘোষণা করেন। দেশের মানুষ বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশকে স্বাধীন করেছে। আজ আমাদের দেশ স্বাধীনতার ৫১ বছরে পদার্পন করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষকে স্বাধীনতা দিয়েছেন, আর তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এদেশের মানুষ অর্থনৈতিক মুক্তির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই আমাদের সকলকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে হবে। খন্ড ইতিহাস যেন আর কেউ প্রচার করতে না পারে সেদিকে সকলকে লক্ষ রাখতে হবে। আগামী প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস চর্চার মধ্যে দিয়ে দেশ সেবা করবার জন্য তৈরি করতে হবে।
আলোচনা অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন সহকারি প্রধান শিক্ষক ইয়াছমিন সুলতানা, শহীদুল ইসলাম, মাহমুদুল হাসান মামুন, ফেরদৌস আলম, আনুজয়ারা খাতুন, এনামুল জাহিদ তিতাস, উৎপল বিশ্বাস প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক মো. আল আমিন।

প্রেস বিজ্ঞপ্তি