বগুড়া ওয়াইএমসিএ এর গণহত্যা দিবস পালন
বগুড়া ওয়াইএমসিএ গত শুক্রবার দিবাগত রাতে প্রতিষ্ঠানের শহীদ মিনারের পাদদেশে গণহত্যা দিবস পালন করে। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংস্থার নির্বাহী পরিচালক অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বদরুল আলম মুন্নু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৭১ সালের ২৫শে মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঘুমন্ত নিরস্ত্র বাঙালির ওপর আধুনিক যুদ্ধাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। বাংলাদেশিদের স্বাধীকার আন্দোলন, এমনকি জাতীয় নির্বাচনের ফলাফলের আইনসঙ্গত অধিকারকেও রক্তের বন্যায় ডুবিয়ে দিতে পাকিস্তানি হানাদার বাহিনী শুরু করেছিল সারাদেশে গণহত্যা।
১৯৭১ সালে ৯ মাস যুদ্ধ চলার পর প্রায় ৩০ল প্রাণের বিনিময়ে আমাদের আজকের এই স্বাধীনতা। তাই আমাদের প্রত্যেক বাঙালির কাছে এই স্বাধীনতা যেন এক অন্যরকম গৌরবময় এবং খুবই স্পর্শ কাতর একটি দিন।
তিনি বীর মুক্তিযোদ্ধা হিসেবে প্রশিক্ষণ থেকে শুরু করে পাকিস্তানী হানাদার বাহিনীর উপর আক্রমনের বিশদ বর্ণনা করেন।
এসময় বক্তব্য রাখেন বগুড়া ওয়াইএমসিএ পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ ডা. সুদীপ্ত দেওয়ারী, শিক্ষা প্রতিষ্ঠানের দিবা শাখার সহকারি প্রধান শিক্ষক পারভীন আকতারসহ প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি