মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া ওয়াইএমসিএ এর নানা আয়োজন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল শনিবার বগুড়া ওয়াইএমসিএ নানা আয়োজন করে। বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজ ও বগুড়া ওয়াইএমসিএ পলিটেকনিক ইন্সটিটিউট এর যৌথ আয়োজনে সংস্থার উন্মুক্ত মঞ্চে কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা সংস্থার নির্বাহী পরিচালক অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহান স্বাধীনতা দিবস অহংকার ও গৌরবের দিন। আত্মত্যাগের অতুলনীয় দৃষ্টান্ত সৃষ্টি করে এদিনে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন এ দেশের মানুষ। এর সঠিক ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে। এ দেশের শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়তে হবে। মোবাইলকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে তোমাদের প্রত্যেককেরই এগিয়ে আসতে হবে। গোটা দুনিয়ায় বাঙালি জাতিকে ভালো জাতি হিসেবে পরিচিতি ঘটাতে হলে তোমাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া ওয়াইএমসিএ এর পরিচালনা পর্যদের সহ-সভাপতি মি. সৌরভ বিশ্বাস, বগুড়া ওয়াইএমসিএ পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী ভিভিয়ান রিওন মারান্ডীসহ প্রমুখ।
প্রধান অতিথি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবের কেক ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রতিষ্ঠানের শহীদ মিনারে প্রভাতফেরীর মধ্য দিয়ে শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠান শেষে বিষয় ভিত্তিক এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রেস বিজ্ঞপ্তি