২৫ মার্চ গণহত্যা দিবসে উদীচী বগুড়ার আলোর মিছিল অনুষ্ঠিত
২৫ মার্চ, গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চ লাইট’-এর নামে নিরস্ত্র বাঙালির ওপর নির্বিচারে চালায় বিশ্ব ইতিহাসের নৃশংসতম গণহত্যা। যেটি ছিল বাঙালির একটি প্রজন্মকে নিশ্চিহ্ন করে দেওয়ার এক নারকীয় পরিকল্পনা। এইরাতে চেষ্টা করা হয়েছিল ঘুমন্ত অবস্হায় বাংলাদেশের নাম মুছে ফেলার।
২৫ মার্চ কালরাতের শহীদদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে বগুড়া উদীচীর উদ্যোগে আলোর মিছিল শেষে শহীদ মিনারে আলোক প্রজ্জ্বলন করা হয়।
আলোক প্রজ্জ্বলন সময়ে সিপিবি, বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আকসুর সাবেক জিএস বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র আমিনুল ফরিদ বলেন, "স্বাধীনতার ৫০ বছর পার করলেও আমরা হারিয়েছি বাক স্বাধীনতা, হারিয়েছি গণতন্ত্র, লুণ্ঠন হয়েছে ভোটাধিকার। গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের জন্য রাজপথে আন্দোলন সংগ্রামের বিকল্প নেই।"
সবশেষে বগুড়া উদীচীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুস সোবহান মিন্নু উপস্থিত সবাইকে শহীদের স্বপ্ন ও মুক্তিযুদ্ধের কাংখিত বাংলাদেশ গড়তে শপথ করার মধ্য দিয়ে কর্মসূচি শেষ করেন।

প্রেস বিজ্ঞপ্তি