পার্বতীপুরে রেলপথের পাশের ধান ক্ষেত থেকে যুবকের মৃতদেহ উদ্ধার
দিনাজপুরের পার্বতীপুরে পার্বতীপুর-খুলনা রেলপথের পাশের একটি ধান ক্ষেত থেকে পা-কাটা অবস্থায় এক অজ্ঞাতনামা যুবকের মৃতদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। শনিবার (২৬ মার্চ) সকালে পার্বতীপুর উপজেলার শেরপুর মধ্যপাড়া এলাকার রেলপথের পাশ থেকে এই মৃতদেহ উদ্ধার করা হয়।
পার্বতীপুর রেলওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল-মামুন জানান,শনিবার সকালে পার্বতীপুর-খুলনা রেলপথের রেল কিঃমিঃ নম্বর ৩৬৯/২ এর ২শ' গজ উত্তরে রেলপথের পাশের ধান ক্ষেত থেকে পা-কাটা অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। পার্বতীপুর উপজেলার শেরপুর মধ্যপাড়া এলাকার রেলপথের পাশ থেকে উদ্ধারকৃত মৃত যুবকের বয়স আনুমানিক ২০ বছর। তার পরনে সাদা রংগের ফুল সার্ট ও ব্লু রংগের জিন্সের প্যান্ট ছিল। তবে তার কোন সঠিক পরিচয় পাওয়া যায়নি। তার বাম পা কোমরের নীচ থেকে ৩ অংশে কাটা দেখে ট্রেনে কেটে মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তিনি আরও বলেন, শনিবার ভোর রাতে পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনে কেটে তার মৃত্যু হতে পারে। তার প্রকৃত পরিচয় ও মৃত্যুর আসল কারন উদঘাটনে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
পার্বতীপুর রেলওয়ে থানার এস আই ফিরোজুল ইসলাম জানান,এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর ৪,তারিখ ২৬/৩/২০২২)।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ