মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা এখনও চলছে
বগুড়ায় মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় সাংবাদিক নেতারা বলেছেন- স্বাধীনতার ৫১ বছর অতিক্রম হলেও ইতিহাস বিকৃতের অপচেষ্টা বন্ধ হয়নি। ইতিহাস বিকৃত করার মধ্যদিয়ে জাতিকে বিভ্রান্ত করার পক্রিয়া অব্যাহত রয়েছে। দেশ যখন উন্নয়নের মহাসড়কে ধাবিত হচ্ছে তখন স্বাধীনতা বিরোধী চক্র নানা প্রক্রিয়ায় তা ব্যাহত করার হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
বগুড়া প্রেসক্লাব ও বগুড়া সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) আয়োজিত আলোচনা সভায় বক্তারা একথা বলেন।
শনিবার সকালে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে মহান স্বাধীনতা দিবসের এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের(বিএফইউজে) সহসভাপতি মাহমুদুল আলম নয়নের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিএফইউজে নির্বাহী পরিষদ সদস্য প্রদীপ ভট্টাচার্য্য শংকর, ক্লাবের সাধারণ সম্পাদক ও বিইউজে সভাপতি আমজাদ হোসেন মিন্টু, বিইউজে'র সাধারণ সম্পাদক জে এম রউফ, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, নির্বাহী সদস্য আব্দুর রহিম, সিনিয়র সাংবাদিক এম সিরাজুল ইসলাম, বিইউজে'র দৈনিক চাঁদনী বাজারের ডেপুটি ইউনিট চীফ বিধান চন্দ্র সিংহসহ গৌরব চন্দ্র দাস, আহম্মেদ উল্লাহ মনু, রাজু আহম্মেদ, আজিজ আহমেদ রুবেল, সাজ্জাদ হোসেন, সুজন সরকার প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭১ সালে পাক বাহিনী পরাজিত হলেও তাদের দোসররা এখনো সক্রিয়। স্বাধীনতা বিরোধী এই সাম্প্রদায়িক অপশক্তিকে মোকাবেলা করেই জাতিকে এগিয়ে নিতে হবে। বর্তমানে জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ বিশ্ব দরবারে উন্নয়ন অগ্রগতির রোলমডেলে পরিণত হয়েছে। এই ধারাকে অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধভাবে অপশক্তি মোকাবেলা করার আহ্বান জানান তারা।
আলোচনা সভার শুরুতেই মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং জাতির পিতা ও তাঁর পরিবারের প্রয়াত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। তার আগে প্রভাতে বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে বগুড়া প্রেসক্লাব ও বগুড়া সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি