শাজাহানপুরে সড়ক দূর্ঘটনায় মটর মেকানিকের মৃত্যু
বগুড়ার শাজাহানপুরে সড়ক দূর্ঘটনায় শাকিল আহমেদ (২২) নামে একজন মটর মেকানিকের মৃত্যু হয়েছে।
নিহত শাকিল আহমেদ উপজেলার বেজোড়া সারিয়াকান্দিপাড়া গ্রামের সুজন মিয়ার ছেলে। তিনি উপজেলার সুজাবাদ দহপাড়া এলাকায় মটর মেকানিকের কাজ করতেন।
শনিবার সন্ধ্যায় কৈগাড়ী পুলিশ ফাঁড়ির এসআই রাজু কামাল এই তথ্য নিশ্চিত করেন।
এসআই রাজু কামাল জানান, শনিবার বিকেল ৪টার দিকে সুজাবাদ দহপাড়া মটর গ্যারেজ থেকে কাজ শেষ করে খাবারের জন্য মটরসাইকেল যোগে বনানী বাইপাস সড়ক দিয়ে বাড়ি যাচ্ছিলেন মটর মেকানিক শাকিল আহমেদ। পথিমধ্যে গ্যারেজের ২শ গত পশ্চিমে বিপরিত দিক থেকে একটি মিনি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই শাকিল আহমেদ মারা যান। দূর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যান আটক রয়েছে।
শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়া হয়েছে।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি ঃ