নন্দীগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
বগুড়ার নন্দীগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। শনিবার সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।
সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নন্দীগ্রাম মুনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে পুলিশ, আনছার, ফায়ার সার্ভিস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কুচকাওয়াজ এবং ডিসপ্লে প্রদর্শন করে। বেলা সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাতের সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা,ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমুখ।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :