বগুড়ায় পিডিপি’র উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উপলক্ষে বগুড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা পভারটি ডেভেলপমেন্ট প্রোজেক্ট (পিডিপি) এর আয়োজনে শনিবার দিনব্যাপী নানা কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে পিডিপি’র নির্বাহী পরিচালক বজলুর রহমান বাপ্পীর নেতৃত্বে সংস্থার কার্যকরী কমিটির সদস্যবৃন্দ ও অন্যান্যরা মিলে গভীর শ্রদ্ধাভরে শহীদ বেদীতে পুষ্পকস্তবক অর্পণ করা হয়। পরবর্তীতে সংস্থার কার্যালয়ে প্রায় অর্ধশতাধিক মানুষের অংশগ্রহণে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বজলুর রহমান বাপ্পী তার বক্তব্যে স্বাধীনতা অর্জনের জন্যে জাতির পিতা বঙ্গবন্ধুসহ মুক্তিযুদ্ধে লাখো শহীদের দেশের জন্যে যে আত্মত্যাগ তা তুলে ধরেন। সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তিনি আরো বলেন বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন সুখী ও সমৃদ্ধ সোনার বাংলা গড়ার যা বাস্তবায়নে এখন এদেশের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি একেএম জাকির হোসেন , কোষাধ্যক্ষ আসাদুল হক, সদস্যবৃন্দ যধাক্রমে আরাফাত হোসেন, জাহিদুল ইসলাম, আব্দুল মালেক, সোহানুর রহমান সুমন প্রমুখ।
আলোচনা সভা শেষে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনাসহ দেশ ও দশের মঙ্গল কামনায় দোয়া করা হয়।

ষ্টাফ রিপোর্টার