বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের স্বাধীনতা দিবস পালন
বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে দুইদিনের কর্মসূচি পালন করেছে। দিবটি পালনে শনিবার সকাল ৮টায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে সাংস্কৃতিক সংগঠন প্রকাশ শৈলী, সপ্তস্বর শিল্পী গোষ্ঠি, কদমতলী ঐকতান সাংস্কৃতিক সংসদ, সুরের ছোঁয়া সঙ্গিত নিকেতন, কলেজ থিয়েটার ও বগুড়া ইয়ূথ কয়্যার। এর আগে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে দুপুরে আলোচনা সভা ও সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
দুইদিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোটের সভাপতি তৌফিক হাসান ময়না। স্বাগত বক্তব্য রাখেন জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন জোটের সহ সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, এবিএম জিয়াউল হক বাবলা, হাকীম এমএ মজিদ মিয়া, আছাদ হোসেন, সহ সাধারণ সম্পাদক আলমগীর কবির, সংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান মানিক, কোষাধ্যক্ষ রবিউল আলম অশ্রু, দপ্তর সম্পাদক এইচ আলিম, প্রচার সম্পাদক লুবনা জাহান, নির্বাহী সদস্য আব্দুল আউয়াল, রবিউল করিম হৃদয়, নাট্যাভিনেতা খলিলুর রহমান খলিল, শ্যামল বিশ^াস, আব্দুল মোবিন জিন্নাহ, ফজলে রাব্বি, রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

ষ্টাফ রিপোর্টার