পার্বতীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
দিনাজপুরের পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় নানা ধরনের কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নানা ধরনের কর্মসূচীর আয়োজন করে।
২৬ মার্চ শনিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল শহীদ মিনার,বধ্যভূমি স্মৃতি সৌধে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, পুরস্কার বিতরণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা।
শনিবার সকালে পার্বতীপুর পৌর স্টেডিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও স্হানীয় সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাঈল,সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা মোঃ আমজাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনীন মোমিন, মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু,মডেল থানার ওসি ইমাম জাফর, রেলওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল-মামুন সহ অনেকে।
দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও পরিবার বর্গের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইসমাঈল। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)প্রীতম শাহা,
পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক,পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জননেতা মোঃ আমজাদ হোসেন,পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান মোঃ আব্দুল ওহাব সরকার,পার্বতীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল মোমেনিন মোমিন,
পার্বতীপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু,সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রিয়াজ মাহমুদ প্রমুখ।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ