বগুড়া জিলা স্কুলে ফুল দিয়ে বরণ করা হল ৩য় শ্রেণির শিক্ষার্থীদের
বগুড়া জিলা স্কুলের ৩য় শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ বিদ্যালয়ের আমিনুল হক দুলাল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তফীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াসমিন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা হযরত আলী, বগুড়া সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, বগুড়া জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক (দিবা শাখা) রফিকুল আলম, সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী শাখা) আনোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াসমিন বলেন, প্রতিটি শিক্ষার্থীকে মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে। দেশপ্রেমী ও সৃজনশীল মেধা বিকাশ ঘটাতে হবে। পাঠ্য পুস্তকের দিকে মনোযোগী হতে হবে মোবাইলের প্রতি অতিরিক্ত আসক্ত হওয়া যাবে না। সৃজনশীল কর্মের দিকে এগোতে হবে। মনের উপর কিছু চাপিয়ে দেওয়া যাবে না তাতে হিতে বিপরীত হবে। শ্রেণি পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম এর দিকে গুরুত্ব দিতে হবে। ছেলে মেয়েদের মাঝে বৈষম্য বিষয়ে সতর্ক থাকতে হবে। যে যা করতে চাই তা তাদের করতে দিতে হবে। ছেলে মেয়েদের মাঝে ভেদাভেদ করা যাবে না। পড়াশোনার বাইরে খেলাধুলার কথা বলতে হবে, এতে তাদের আগ্রহ বাড়বে। দেশের সঠিক ইতিহাস জানতে হবে। দেশ গঠনের পিছনের ইতিহাস, দেশের উন্নয়ন ও অগ্রগতি জানতে হবে। দেশের বাইরে পুরো পৃথিবী কে জানতে হবে। যুদ্ধবিধ্বস্ত একটি দেশ থাকে বাংলাদেশ গুটি গুটি পায়ে পর্যন্ত এসেছে। তার সুনামের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানে বগুড়া জিলা স্কুলের ৩য় শ্রেণির ২৩০জন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করেন বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থীরা। এসময় বগুড়া জিলা স্কুলের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তি