পার্বতীপুরে ফ্রি হেলথ ক্যাম্পে গরীব ও দুঃস্হ রোগীদের বিনামূল্যে চিকিৎসা
দিনাজপুরের পার্বতীপুরে ফ্রি হেলথ ক্যাম্পের মাধ্যমে এলাকার গরীব ও দুঃস্হ রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে। শনিবার (২৬ শে মার্চ ২০২২ ইং) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ইসলাম ডায়াবেটিক এন্ড ডক্টরস কর্ণার এই ক্যাম্পের আয়োজন করে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ইসলাম ডায়াবেটিক এন্ড ডক্টরস কর্ণার আয়োজিত ফ্রি হেলথ ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়। হেলথ ক্যাম্পে দেড় শতাধিক গরীব ও দুঃস্থ রোগীর সম্পূর্ণ বিনামূল্যে ব্লাড প্রেসার, ব্লাড সুগার পরীক্ষা এবং ফ্রি প্রেসক্রিপশন প্রদান করা হয়। হেলথ ক্যাম্প সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সেবা গ্রহীতা রোগী ও সেবা প্রদানকারী ডাক্তার, নার্স, ফিজিওথেরাপিস্ট, মেডিকেল এসিস্ট্যান্ট সহ ইসলাম ডায়াবেটিক এন্ড ডক্টরস কর্ণার এর সকল কর্মকর্তা ও কর্মচারীদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন সংশ্লিষ্ট কতৃপক্ষ।
পার্বতীপুরের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান ইসলাম ডায়াবেটিক এন্ড ডক্টরস কর্ণার এর পরিচালক ডাঃ মোফাক্ষারুল ইসলাম এই ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধায়ন করেন।

পার্বতীপুর ( দিনাজপুর) প্রতিনিধিঃ