পঞ্চগড়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক প্রদর্শণী ও সেমিনার
পঞ্চগড়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক প্রদর্শণী ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় পঞ্চগড় সদর উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ-বিসিএসআইআর যৌথভাবে প্রদর্শণী ও সেমিনারের আয়োজন করে। গতকাল রোববার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে প্রদর্শণীর উদ্বোধন করে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম।
এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রদর্শণীতে বিভিন্ন সরকারি দপ্তর ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৮টি স্টলে দিনব্যাপী স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তি প্রদর্শণ করা হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় সেমিনার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হকের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মাঝে বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক ও নিলুফার ইয়াসমিন, বিসিএসআইআর ঢাকার প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার মোশারফ হোসেন, সহকারী সচিব কাজী মো. ইব্রাহীম খলিল ও সিনিয়র সায়েন্টিফিক অফিসার রাজীব বণিক। সেমিনারে মূখ্য আলোচক ছিলেন বিসিএসআইআর’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহবুবর রমান।

পঞ্চগড় প্রতিনিধি