সাপাহারে জাতীয় কালাজ্বর নির্মূল কর্মসূচি বিষয়ক অবহিত করন সভা অনুষ্ঠিত
নওগাঁর সাপাহারে জাতীয় কালাজ্বর নির্মূল কর্মসূচি (এনকেইপি) আয়োজনে ও HPNSP'র সহযোগিতায় কালাজ্বর নির্মূল কার্যক্রম জোরদার করার লক্ষ্যে অবহিতকরণ সভা রোববার সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সাপাহার স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা রুহুল আমিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন, জাতীয় কালাজ্বর নির্মূল প্রোগ্রাম সিনিয়র এডভাইজার ডাঃ মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান আঃ রশিদ,কৃষি কর্মকর্তা শাপলা খাতুন সহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,ডাক্তার,ইউপি চেয়ারম্যান, স্থানীয় সাংবাদিক গন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা কালাজ্বরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

সাপাহার (নওগাঁ)প্রতিনিধিঃ