বগুড়ার ধুনটে পুকুরে পানির উপর বিশাল জাতীয় পতাকা নির্মাণ
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বগুড়ার ধুনটে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুকুররে পানির উপরে নির্মাণ করা হয়েছে বিশাল একটি জাতীয় পতাকা। বাংলাদেশে এই প্রথম পুকুরের মধ্যে পানির উপরে দৈর্ঘ্য এবং প্রস্থ ঠিক রেখে এই জাতীয় পতাকাটি নির্মাণ করা হয়েছে। এটার নাম দেওয়া হয়েছে ‘জলতরঙ্গে বিজয় নিশান।’
শনিবার (২৬ মার্চ) সন্ধ্যার পর সদর উপজেলা পরিষদের পাশের মুজিব চত্বর এলাকায় করা ‘জলতরঙ্গে বিজয় নিশান’ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আগামী ৩১ মার্চ (বৃহস্পতিবার) পর্যন্ত এই প্রদর্শনী চলবে।
উল্লেখ্য, পতাকাটি ১৬০ ফুট দৈর্ঘ্য ও প্রস্থ ৯৬ ফুট। এতে ব্যবহার করা হয়েছে সবুজ বাতি আর ৩২ ফুট বৃত্তে লাল বাতি। এছাড়া পুকুরের চারদিকে সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন যেমন গর্বত, তেমনি এলাকার সাধারণ মানুষও গর্ব অনুভব করছেন। যদি এটি সংরক্ষণ করা যায় তবে বগুড়াসহ আশেপাশের লোকজন দেখার জন্য ধুনটে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করছেন এলাকাবাসী।

ষ্টাফ রিপোর্টার